ইসাবেল বা ইসাবেলা নামের অর্থ কি?


ইসাবেল নামের অর্থগুলোর মধ্য পাওয়া যায় আধুনিক, মনযোগী, ভাগ্যবান, বন্ধুত্বপূর্ণ, উপযুক্ত, উদার,আনন্দদায়ক। বাংলাদেশে এই নামটি খুব বেশি ব্যবহৃত হতে দেখা যায় না তবে খ্রিস্টান ধর্মালম্বীরা এমনকি খুব কম সংখ্যক মুসলিম মেয়েদের নাম ইসাবেল বা ইসাবেলা রাখা হয় 

 

ইসাবেলের ব্যুৎপত্তি সম্পর্কে মতভেদ আছে। কেউ কেউ মনে করেন ইসাবেল এসেছে "আইসিস বেলা" অন্যরা তবে মনে করেন যে নামটি এলিসাতে বা এলিজাবেথ থেকে এসেছে। ইতিহাসবিদরা মনে করেন ইসাবেল আসলে মিশরীয় দেবী  এবং শব্দটি ল্যাটিন থেকে এসেছে এই নামটি ক্যাথলিক ধর্ম এবং এর সাধুদের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হতে দেখা যায়। পাশ্চাত্যে ইসাবেলকে আদর করে ছোট করে ডাকা হয় যেমন, ইসা, বেলা, কিংবা ইস। 

 

ইসাবেল নামের বিখ্যাত্য ও প্রতাপশালীদের মধ্যে পাওয়া যায়ঃ 

স্পেন এর রাজত্বের জন্য বিখ্যাত এবং আমাদের আছে ইসাবেল ক্যাথলিক যিনি স্পেনের রাজত্বের জন্য বিখ্যাত্য হয়ে আছেন। রোমান ও জার্মান সাম্রাজ্যের, কাস্তেলিয়ার রাজকন্য ছিল ইজাবেল ফারতুনা। যিনি অস্ট্রিয়ার আর্চ ডিউকের ভাতিজা ফ্রেদেরিকের বাগদত্তা ছিলেন। অটোম্যান সাম্রাজ্যে সুলতান সুলেমান ক্ষমতায় থাকাকালে একবার বন্দি হন এবং সুলতানের প্রেমে জড়িয়ে পড়েন। সুলতান সুলেমানের স্ত্রী হুররাম সুলতান তাকে মারা ফেলতে চেষ্টা করেও ব্যার্থ হন। একপর্যায়ে তাকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয় এবং নিজ দেশে চলে যান। এছাড়াও ইসাবেল পানটোজা একজন বিখ্যাত্য আমেরিকান গায়িকা। 

 

 

 

Post a Comment

0 Comments