অটোম্যান সাম্রাজ্যে সিংহাসনের উত্তরাধিকারী প্রথম শাহজাদাকে ভেলিয়েত শাহজাদা বলা হতো। প্রথম ছেলে সন্তানকে সেভাবেই তৈরি করা হতো যাতে পিতার মৃত্যুতে সে সিংহাসনে বসার উপযুক্ত হতে পারে।
ভেলিয়েত শাহজাদাকে তাই সমরবিদ্যায় পারদর্শী করার সাথে সাথে সাবালক হলে সাম্রাজ্যের কোন প্রদেশের প্রশাসনিক প্রধান হিসেবে নিয়োগ করা হয়। অটোম্যান সাম্রাজ্যে যাকে সানজাগবে বলা হতো। এর মাধ্যমে ভেলিয়েত শাহজাদার দক্ষতার পাশাপাশি জনপ্রিয়তাও যাচাই করা যেতো।

0 Comments