আব্দুল গণি। জন্ম রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার। বাবা মজিদ শেখ। গুলশান ২ এর সিক্সসিজন নামের আবাসিক হোটেলের কারিগরি বিভাবে কাজ করা আব্দুল গণি ১৯ জুলাই অফিসে যাওয়ার পথে শাহজাদপুরের বাঁশতলা এলাকায় সংঘর্ষে মাথায় গুলে লেগে শহীদ হন। তার মৃত্যুতে স্ত্রী লাকি আক্তার, এসএসসি পরীক্ষার্থী ছেলে আলামিন শেখ এবং ছয় বছরের মেয়ে জান্নাত অসহায় হয়ে পড়ে।
0 Comments