হোসেন মিয়া। বয়স দশ। জন্ম কুমিল্লার দেবীদ্বারের রাজামেহার ইউনিয়নের বেতরা গ্রামের নানা বাড়িতে। বাবা মানিক মিয়া ও মা মালেকা বেগম। বাবা পেশায় একজন ফেরিওয়ালা। পেশা চিটাগাং রোড়ের আইসক্রিম ও চকলেট ফেরিওয়া। কোটা সংস্কার আন্দোলনে চলা পুলিশের গুলিতে ২০ জুলাই চিটাগাং রোড় এলাকায় পেটে গুলি লেগে মারা যায়। পরে তার বাবা-মা সন্তানের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে চিহ্নিত করেন।
0 Comments