শহীদ ইকরাম হোসেন কাউছার

 


ইকরাম হোসেন  কাউছার (২৬) জন্ম ফেনীর পরশুরাম উপজেলার রাজসপুর। বাবা স্কুল শিক্ষক আনোয়ার হোসেন ও মা রুমই আক্তার। দুই ভাই ও এক বোনের মধ্যে কাউছার বড়। কোটা আন্দোলনে ১৯ জুলাই লক্ষ্মীবাজার এলাকায় গুলিবিদ্ধ হন। সহপাঠীরা স্যার সলিমুল্লাহ মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। কাউসার কবি নজরুল সরকারি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম শ্রেণিতে অনার্স সম্পন্ন করে একই কলেজে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন। 

Post a Comment

0 Comments