বৈয়ম পাখি মানে কি?

 

তৈ তৈ তৈ তৈ তৈ আ'র বৈয়ম পাখি কই?

ভাইরাল হওয়া গানের বৈয়ম পাখির খোঁজ অনেকেই করে থাকেন। এ বৈয়ম পাখির অর্থ হলো ছোট সুন্দর পাখি। আবার বৈয়ম পাখি বলতে ময়ূর পাখিও বোঝানো হয়। বউ কিংবা প্রিয়তমাকে আদর করে বাংলাদেশের দক্ষিনাঞ্চলে বৈয়ম পাখি ডাকা হয়। ওয়েব সিরিজ 'মাইসেল্ফ অ্যলেন স্বপন' এর কল্যাণে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষীদের মধ্যে শব্দটি পরিচিত ও জনপ্রিয় হয়েছে।

তৈ তৈ তৈ তৈ তৈ 

আমার বৈয়ম পাখি কই....


তৈ তৈ তৈ তৈ তৈ 

আমার বৈয়ম পাখি কই....


তৈ তৈ তৈ তৈ তৈ 

আমার বৈয়ম পাখি কই....


কী?? কুতকুতি লাগতাছে?


ভডোর গারি 

ধরিতাত্তাইত্তোনো...(আমাকে ত ধরা যায় না)

আই দইজ্জার গাঙচিল( আমি সাগরের গাঙচিল) 


মাইত্তোগেলে লাগাইত্তেইয়েনো..(ধরতে গেলে ছুড়তে পারো)


বুলেট গুলি ঢিল( বুলেট গুলি বা ঢিল)


কেউরে না ফুসি..


না ডরাই( কারো শুনিও না ডরাইও না)


মজা আর মজা (শুধু করি মজা)


আয়নার মধ্যে চাইলে দেইদে...(আয়নার দিকে তাকিয়ে দেখি)

দেহা যায় উজ্ঞা রাজা (দেখা যায় এক রাজা)


তৈ তৈ তৈ তৈ তৈ 

আমার বৈয়ম পাখি কই....


তৈ তৈ তৈ তৈ তৈ 

আমার বৈয়ম পাখি কই....


তৈ তৈ তৈ তৈ তৈ 

আমার বৈয়ম পাখি কই....


তোমারে আমার পছন্দ অইছে..

ইতেও ন, হে হে.. উতিও ন..(আমিও নই কারো পর)


আর নাই খোনো আপন..

মাইসেলফ এলেন শফন....


মাইসেলফ এলেন শফন....


তৈ তৈ তৈ তৈ তৈ 

আমার বৈয়ম পাখি কই....

তৈ তৈ তৈ তৈ তৈ 

আমার বৈয়ম পাখি কই....

তৈ তৈ তৈ তৈ তৈ 

আমার বৈয়ম পাখি কই....


Post a Comment

0 Comments